
		জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংলাপে বসেছেন সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল, এবি পার্টি, গণঅধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজীর নেতৃত্বে প্রতিনিধি দলসহ অন্যান্য দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন সূত্র জানায়, আলোচনায় মোট ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের। উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করার মূল উদ্দশ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করা। সংলাপের প্রথম দফা অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত। সেসময় ৩৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে কমিশন।
মন্তব্য করুন