
		ঈদ-উল-আযহা সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নাটোরের চামড়া শিল্প নগরীর কারখানাগুলো। এরইমধ্যে চামড়া সংরক্ষণে কেমিক্যাল, লবণসহ প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত শ্রমিক। সেইসাথে আড়ৎ সংস্কার ও ধোয়া মোছার কাজও করছেন ব্যবসায়ীরা।
আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। সারাবছর টুকটাক বেচাকেনা করলেও এই ঈদকে কেন্দ্র করেই জমজমাট হয়ে ওঠে চামড়ার মোকামগুলো। তারই প্রস্তুতি চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথে।
কোরবানি ঈদকে ঘিরে পুরোদস্তুর জমে ওঠে এখানকার বেচাকেনা। তাই ঈদের আগেই আড়ৎগুলো প্রস্তুত করা হচ্ছে। তবে লবনের দাম চড়া থাকায় কাঁচা চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
চামড়া শিল্পকে বাঁচাতে মানসম্মত চামড়ার যোগান নিশ্চিত করতে হবে বলে জানান নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্র“পের সভাপতি সায়দার খান ।
জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের তথ্য মতে, বছরে এই আড়ৎ থেকে ৬ লাখ পিস গরু ও ৭ লাখ পিস অন্যান্য পশুর চামড়া বিক্রি হয়। আর শুধু ঈদুল আযহাকে ঘিরে প্রায় ৭ লাখ পিস চামড়া বেচাকেনা হয় মোকামে।
মন্তব্য করুন