
		সিরাজগঞ্জে অসময়ে ভাঙছে যমুনা নদী। কয়েক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে বহু ফসলী জমি, রাস্তাঘাট ও গাছপালা। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে শুস্ক মৌসুমেই আকস্মিক ভাঙছে যমুনা নদী। প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র হয়েছে ভাঙন। নদীতে বিলীন হয়েছে ফসলী জমি, রাস্তা ঘাট, গাছপালা।
২০২০ সালে যমুনা নদীর ভাটপিয়ারী থেকে শিংরাবাড়ী হয়ে শুভগাছা পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ পশ্চিম ডান তীর রক্ষা বাধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলায় ৪৬৪ কোটি টাকার এই বাঁধের কয়েকটি স্থানেও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিস্তৃর্ণ এলাকা।
এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলছে, ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হয়েছে, স্থানীয়দের আতংকিত হওয়ার কিছু নেই।
মন্তব্য করুন