
		চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক দীক্ষা তার জীবনের পথপ্রদর্শক। উনার ধৈর্য , রাজনৈতিক কৌশল ও আদর্শ সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।
স্মরণসভায় আরো বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান এর সন্তান সাঈদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নছরুল কদির, পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য গোলাম মাওলা মুরাদসহ আরো অনেকে।
মন্তব্য করুন