
		৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় ধাপের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপি, জামায়াত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। উদ্বোধনী বক্তব্যে আলী রিয়াজ বলেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হবে তা নিয়ে হবে জাতীয় সনদ।
রাষ্ট্র সংস্কারে কমিশনের দেয়া সংষ্কার প্রস্তাবগুলোর ওপর ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপে এই বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ৩০ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেয়। উদ্বোধনী বক্তব্যে আলী রীয়াজ জানান, এই পর্যায়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের নিæকক্ষে নারী আসন, তত্ত¡াবধায়ক সরকারের কাঠামো এবং সংসদীয় কমিটি নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো নিয়ে জনগণের কাছে যাবে রাজনৈতিক দলগুলো।
ঈদের ছুটির পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ।
মন্তব্য করুন