
		সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র-এনআইডি অন্যান্য ডকুমেন্টের সাথে বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রের কোন বিকল্প ডকুমেন্টস জমা দিয়ে চাকরিতে যোগদান করা যাবে না। এজন্য জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও বিষয়টি অর্ন্তভূক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি।
মঙ্গলবার (০৩ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, সরকারি চাকরিজীবিরা আগে ভাউচারের মাধ্যম বেতন পেতেন। বর্তমানে আইবাসের মাধ্যমে এনআইডি’র ভিত্তিতে বেতন পান। তিনি জানান, বর্তমানে আইবাসের মাধ্যমে বেতন দেয়ায় নানা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন সেসব চাকুরীজীবী যাদের পরিচয়পত্রে তথ্যের গরমিল রয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠকে করে নির্বাচন কমিশন। বৈঠকে এনআইডি বাধ্যতামূলক কেন করা দরকার তার পক্ষে আটটি যুক্তি তুলে ধরে ইসি।
মন্তব্য করুন