
		ঈদুল আজহা উপলক্ষে দশ দিনের ছুটিতেও রাজধানীসহ পুরো দেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। ঈদে ফিটনেস-বিহীন গাড়ি চলতে দেয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, সড়ক ও নৌ পথে নির্ধারিত ভাড়ার বেশি নেয়া যাবে না। সড়ক ও নৌপথে শৃঙ্খলা রক্ষা ও ডাকতি বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদযাত্রায় ডাকাতিসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন