মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম

ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়ছে। সেই সাথে যোগ হয়েছে পশুবাহী ট্রাকও। এতে মহাসড়কে যানজটের আশংকা করা হচ্ছে। কার্যকর ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় সড়কে যাত্রীদের চরম দুর্ভোগে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তবে, হাইওয়ে পুলিশ বলছে, এবারও ঘরমুখো মানুষ নির্বিঘেœ বাড়ি যেতে পারবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা হয়ে চলাচল করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর লাখ লাখ মানুষ। ঈদে তা বেড়ে যায় আরো কয়েকগুণ। ঈদে এমনিতেই যানবাহনের চাপ বাড়ে। সাথে যত্রতত্র গাড়ি দাঁড় করা, ইউটার্নে ইচ্ছে মতো যানবাহন ঘুরানো আর বাজারগুলোতে পথচারীর কারণে সৃষ্টি হয় যানজটের। এবারও ঈদকে কেন্দ্র করে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানজটের শংকা করা হচ্ছে।

যাত্রীরা বলছে প্রশাসন কঠোর হলে যানজট হবেনা। পাশাপাশি কেউ কেউ দাবী করছে ঈদের আগে পরে মহাসড়কে সেনা সদস্য মোতায়েনের। এদিকে ঈদকে সামনে রেখে তৎপরতা দেখা গেছে হাইওয়ে পুলিশের।

ঈদের আগে পরে তৎপরতা আরো বাড়ানো হবে বলে জানান ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও কাজ করার আহ্বান যাত্রী-চালকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান