
		পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদ জামাতে অংশ নেয়ার কথা রয়েছে। তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে আবহাওয়া বৈরি হলে প্রধান জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া জানান, কোরবানীর পর বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণ করা হবে। জাতীয় ঈদগাহ্ ময়দানে চলছে পবিত্র ঈদুল আযহার প্রধান জামায়াত আয়োজনে শেষ মুহুর্তের প্রস্তুতি। বৈরি আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৩৫ হাজার মুসল্লির জন্য প্যান্ডেল স্থাপনসহ নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহ্ েমাঠে সুপেয় পানি, অজু ও টয়লেটের ব্যবস্থা ছাড়াও মুসল্লিদের জন্য রয়েছে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, মেডিকেল টিম ও এম্বুলেন্স সুবিধা। মুসল্লিদের নিরাপত্তায় মাঠে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ র্যাবের ডগ স্কোয়াড নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া। নিরাপত্তায় বিঘœ ঘটতে পারে এমন কিছু না নিতে মুসল্লিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কোরবানীর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। নগর ভবন বন্ধ থাকলেও পরিচ্ছন্নতার কাজে যুক্ত বিভাগগুলো চালু আছে বলে জানান তিনি।
মন্তব্য করুন