
		ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। কমলাপুর স্টেশনে সকাল থেকেই বেড়েছে ভিড়। তবে ভোগান্তি ছাড়াই ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সময় মেনেই ছেড়ে যাচ্ছে ট্রেন। স্টেশন পরিদর্শনে গিয়ে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তির। এদিকে, সায়দাববাদ বাস টার্মিনালেও মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদুল আযহার বাকি আর মাত্র একদিন। প্রিয়জনের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে টিকিট যাচাই করে যাত্রীদের প্রবেশ করানো হয় স্টেশনে। এরপরও বিভিন্ন উপায়ে ট্রেনের ছাদে চড়ে বসেন অনেক যাত্রী। যাত্রীর চাপ ও নিয়ম না মানার প্রবণতার কারণে ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে না পারার দায় স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। তবে ভিড় থাকলেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়া আর ভোগান্তহীন যাত্রায় খুশি যাত্রীরা। এদিন, কমলাপুর রেলস্টেশনে যান সড়ক ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের জানান এবারের ঈদ যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। অগ্রিম টিকেট কাটা যাত্রীদের পাশাপাশি যাত্রার আগেও টিকিট কাটছে অনেকেই। বাড়তি ভাড়া নেয়ার পাশাপাশি টিকিট কাটতে ভোগান্তির কথা জানান যাত্রীরা।
মন্তব্য করুন