মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১০:২১ এএম

কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দো ভাগাভগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। পদ্মা সেতুতে একদিনে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। শুক্রবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত সেতুতে উভয় প্রান্তে সর্বমোট টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি। অন্যদিকে বৃহস্পতিবার (৫জুন) রাত ১২টা পর্যন্ত। পদ্মা সেতুতে সর্বমোট যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, বৃহস্পতিবার পদ্মা সেতুতে নতুন রেকর্ড সৃষ্টি করে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে ১৬ হাজার ৫০২টি যানবাহন। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা। আর বাকি সবই মাওয়া প্রান্ত থেকে। এই ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ৩৫ হাজার ৯৮৫ যান। এতে মাওয়ায় টোল প্লাজায় টোল আদায় হয় ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। গত বুধবার পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৯ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। ওইদিন সেতুতে ৩৭ হাজার ৪৬৫ গাড়ি পারাপার হয়েছে। এদিকে, বাড়ি ফেরা যাত্রায় যমুনা সেতু দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ায় টোল আদায়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। আর এতে যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় করা হয়েছে। শুক্রবার সকালে যমুনা সেতুর সাইট অফিস থেকে এ তথ্য নিশ্চিত করে সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গমুখী যানবাহন ছিল ৪৩ হাজার ৩টি, যেগুলো থেকে আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি, এ থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। এ হিসাবে বৃহস্পতিবার একদিনে আগের তুলনায় ১২ হাজার ৪৩৪টি বেশি গাড়ি চলাচল করেছে যমুনা সেতু দিয়ে। গড় হিসেবে প্রতি মিনিটে ৪৪টি যানবাহন পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতু দিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮৬৩টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে মোট ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান