
		পরিবারের সাথে ঈদ আনন্দোকে ভাগাভাগি করতে আজও বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতেও বেড়েছে যানবাহনের চাপ। এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের ঘরিন্দা পর্যন্ত মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বেশি ভোগান্তি হচ্ছে শিশু ও নারীদের।
যাত্রী ও বাসচালকরা জানান, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপ। গতকাল থেকে যানজট তীব্র আকার ধারণ করে। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গাড়ির চাপ থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া গাড়ি পার্কিং ও যাত্রী উঠানো-নামানোর কারণে গাড়ির জটলা সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। মহাসড়কে যানজটমুক্ত রাখতে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় উত্তরের যাত্রীদের চাপ রয়েছে। সকাল থেকে পরিবহন সংকট কমলেও সড়কটিতে এখনও অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি। অনেকেই যাত্রা করছেন খোলা ট্রাকে।
মন্তব্য করুন