
		দেশে ঈদ উদযাপনে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় ঈদের জামাতে ধারালো বস্তু ও ব্যাগ না নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। আর সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে র্যাব।
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এরই মধ্যে প্যান্ডেল স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, অজুখানা ও টয়লেট স্থাপনসহ সব কার্যক্রম শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও র্যাব। সার্বক্ষণিক প্রস্তুত আছে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুরো দেশের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটি না নিয়ে কাজ করছে।
ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী জানান, কোথাও কোনো নিরাপত্তা হুমকি নেই।
র্যাবের পক্ষ থেকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এদিকে, আদালতের আদেশে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত মেয়র ইশরাক হোসেনও এদিন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।
এদিকে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭ টায়।
মন্তব্য করুন