
		ঈদের আগে জমে উঠেছে গরম মসলার বাজার। শেষ সময়ে প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে এলাচ, দারচিনি ও জিরার দাম নিয়ে ক্রেতাদের রয়েছে ক্ষোভ।
ভালো মানের এলাচের দাম ছাড়িয়েছে কেজি পাঁচ হাজার টাকা। দাম বেশি হওয়ায় কম পরিমাণে এলাচ কিনছে ক্রেতারা। বিক্রেতারা বলছে সরবরাহ বেশি হলেও ক্রেতা নেই বাজারে।
কোরবানীর ঈদ বলে কথা, ঘরে ঘরে রান্না হবে লোভনীয় সব খাবার। তাই তো খাবারকে সুস্বাদু করার জন্য গরম মসলা কেনায় ব্যস্ত এখন নগরবাসী। ঈদের দিনের পছন্দনীয় খাবার রান্নার জন্য প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে অনেকেই।
এবার ঈদে গরম মসলার বাজারে উত্তাপ ছড়াচ্ছে সুগন্ধী এলাচ। ভালো মানের প্রতি কেজি এলাচ কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। তাই অনেকেই শুধুমাত্র প্রয়োজনীয় পরিমাণে কিনছেন এলাচ। জিরা, দারচিনির দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরবরাহ অনুযায়ী দাম আরো কম থাকা প্রয়োজন ছিলো বলে জানান ক্রেতারা।
তবে বরাবারের মতোই বিক্রেতারা বলছেন মসলার বাজার স্থিতিশীল রয়েছে। ঈদের আগে তেমন একটা দাম বাড়েনি। ক্রেতা কম থাকায় ব্যবসা ভালো হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
ঈদের আগে বাজার পরিস্থিতি আরো তদারকির প্রয়োজন ছিলো বলেই মনে করেন ক্রেতারা।
মন্তব্য করুন