
		ঈদের দিন সাতই জুন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার ঈদের দিন সারাদেশেই ভোরে বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। এ দিন দেশের বেশিরভাগ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে ঈদের দিনেও বৃষ্টিতে ভেজার সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলার। এসব জেলায় অবার বিদ্যুৎ চমকানোরও আশংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এছাড়া ঈদের পরদিন রোববার বৃষ্টিতে ভিজতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা।
দেশের অন্যান্য স্থানে আকাশ কালো থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তৃতীয় দিনে সারাদেশেই বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন