
		থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকায় অবতরণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরার সময় সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নৌশাদ খান। বিমান থেকে তাঁকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয়। তাঁর মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট-লুঙ্গি।
এর আগে গত ৮ মে দিনগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এ সময়ও তাঁর সঙ্গে ছোট ছেলে ও শ্যালক যান। পরে বিষয়টি জানাজানি হলে দেশে নানা আলোচনা-সমালোচনার হয়। তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলার রয়েছে।
মন্তব্য করুন