
		ঠাকুরগাঁওয়ে মরিচের ভরা মৌসুমে ভালো ফলন পাননি চাষিরা। লক্ষ্যমাত্রার তুলোনায় আবাদ কম হওয়ায় ও বাজারে মরিচের ভালো দাম না থাকায় লাভ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এতে মরিচ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। জেলার কৃষি বিভাগ বলছে চাষিদের পাশে আছেন তারা। ঠাকুরগাঁওয়ে চলছে মরিচের ভরা মৌসুম। মাঠজুড়ে লাল মরিচের ঝাঁঝালো সৌন্দর্যে প্রকৃতি পেয়েছে এক নতুন সাঁজ। রেল লাইনে রোদে শুকানো হচ্ছে মরিচ। এতকিছুর মধ্যেও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। উৎপাদন সাম্রগ্রীর দাম বাড়ার পরও বাজারে কাঙ্খিত দাম পাচ্ছেনা তারা। ফলে লাভ নিয়ে শঙ্কায় মৌসুমি চাষিরা। চাষে আগ্রহ হারাচ্ছে মরিচের। ঝুঁকছেন অন্যান্য ফসলের আবাদের দিকে। উন্নতজাতের মরিচের বীজ সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৯৭০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২১’শ হেক্টর জমিতে।
মন্তব্য করুন