
		টাঙ্গন নদীর ওপর একটি ব্রিজের অভাবে ভোগান্তি পোহাচ্ছে ঠাকুরগাঁওয়ের ১০ গ্রামের মানুষ। শুকনো মৌসুমে একটি সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষায় নৌকাই ভরসা। বরাদ্দ পেলেই সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়ায় টাঙ্গন নদীর দুই তীরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতি বছর পানি কমে আসলে এই সাঁকো সংস্কার করে স্থানীয়রা। বর্ষায় সাঁকো ডুবে গেলে নৌকাই ভরসা স্থানীয়দের।
ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে দৈনিক চলাচল করে চর ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গীসহ অন্তত ১০ গ্রামের মানুষ। বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ।বহু জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিয়েও কথা রাখেনি বলে অভিযোগ তাদের।
প্রকল্প অনুমোদন পেলেই সেতুটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস । জনদুর্ভোগ কমাতে দ্রুত টাঙ্গন নদীর ওপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন