
		ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। গত কয়েকদিনে জেলায় তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের লক্ষণ ভিন্ন হওয়ায় দ্রুত সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভ্যাক্সিন নেয়াসহ সবাইকে সতর্কতা অবলম্বন করার আহবান জানিয়েছেন তারা।
নতুন ভ্যারিয়েন্টে আবারো চোখ রাঙাচ্ছে করোনা। ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় তিনজন রোগী শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করা হচ্ছে স্ক্রিনিং। রয়েছে নানা সতর্ক অবস্থানও।
সংক্রমণ ঠেকাতে সম্প্রতি নগর ভবনের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন । এসময় করোনা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
করোনা প্রতিরোধে ভ্যাক্সিনসহ করোনা টেস্টের প্রয়োজনীয় কিট সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ।
এদিকে, যে কোন পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
তবে জনগণ সচেতন হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন