
		সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ। বুধবার রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মাছ ধরতে রওনা দেয় জেলেরা। এর আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন তারা। এবারই প্রথম ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞায় থাকায় প্রচুর মাছ পাওয়ার আশা মৎস্য বিভাগের।
মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই আবারও সাগরে নেমেছে জেলেরা।
কক্সবাজারে সাগর যাত্রায় আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা। ভারত ও বাংলাদেশে একই সময়ে নিষেধাজ্ঞা থাকায় মাছের উৎপাদন বৃদ্ধির আশা প্রকাশ করেন জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল।
এদিকে, পটুয়াখালীর জেলেরাও দীর্ঘ ৫৮ দিন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছে। এবার জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়বে এমনটাই আশা জেলেদের।
মন্তব্য করুন