মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কবিগুরুর কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে কাছাবাড়িতে হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসমি করে মামলা করা হয়েছে।

গত ৮ জুন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থী দম্পতিকে লাঞ্ছিত করে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। পরে বিক্ষোভকারীরা রবীন্দ্র কাছারিতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এরপর স্থানীয় প্রশাসন পুরো কাছারি বাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কাছারি বাড়িতে অনিদির্ষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

ভাংচুরের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা যায়নি বলে জানিয়েছেন কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান।

এ ঘটনায় আর জটিলতা সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সহকারী ভূমি কমিশনার। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এই ঘটনায় প্রত্নতত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান