
তাপদাহ ও খরায় এবার নরসিংদীতে লটকনের ফলন বিপর্যয় হয়েছে। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে উৎপাদন কমায় বেড়েছে লটকনের দাম।
নরসিংদীর জিআই পণ্য লটকন। শিবপুর, বেলাব উপজেলায় সুস্বাদু ও পুষ্টিগুন সমৃদ্ধ এই ফলের প্রচুর বাগান। স্থানীয় অর্থনীতিতেও এর ভূমিকা অনেক।
কৃষকরা জানান, এবার তাপদাহ ও অনাবৃষ্টির কারণে লটকনের ফলন হয়েছে কম।
ফলন কম হওয়ায় অন্যবছরের চেয়ে এবার লটকনের দাম বেশি বলে জানালেন ব্যবসায়ীরা।
কৃষি বিভাগের তথ্যমতে জেলায় ১ হাজার ৮০০ হেক্টর লটকন বাগান রয়েছে।
মন্তব্য করুন