
		জীবনে ভরসা আর অবিচ্ছেদ্য এক ছায়ার নাম বাবা। বাবা-ই জীবনে পরম নির্ভরতার প্রতীক। আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বজুড়ে সন্তানরা বাবাকে সম্মান জানানোর জন্য জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালন করেন।
বাবা, যার দুই পায়ের উপর ভর করে হাটিহাটি পা করে পথ চলা। অনভূতি আর স্বপ্নের বাতিঘরের বড় হওয়া যার সাহসে। সন্তানের জন্য হাসিমুখে স্বপ্ন বিনির্মাণ, সন্তানের আগামীর জন্য জীবনের সবচেয়ে সুন্দর মুহুর্তগুলো বাক্সোবন্দি করে রাখেন যিনি, তিনি-ই বাবা।
একজন বাবা সন্তানের জন্য জীবনকে কিভাবে বিলিয়ে দেন তার হিসেব কেউ দিতে পারে না। যেমন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবি সুজন কবিরের পৃথিবী জুড়ে আট বছরের মেয়ে আদৃতা। করোনার থাবায় স্ত্রীকে হারানোর পর, একমাত্র মেয়ের স্বপ্ন আর ভবিষ্যত বুননে নিজেকে করেছেন উৎসর্গ। বাবার øেহের পরশে মায়ের শূণ্যতা কখনই ছুঁতেই পারে না আদৃতাকে।
বাবার হাত ধরেই সন্তানের বেড়ে ওঠা। তার শারীরিক ও মানসিক দুই ধরণের বেড়ে ওঠার জন্য বাবারা যেন তাদের সবটুকু উজাড় করে দেন। জন্মদাতা থেকে হয়ে ওঠেন একজন বাবা।
শত বাঁধা পেরিয়ে সন্তানদের নিজ আদর্শে বড় করতে চান সব বাবা। সন্তান সুশিক্ষিত হওয়ার পাশাপাশি যেন ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, এজন্য আজীবন লড়াই করেছেন বাবা তোফায়েল আহমেদ। দিনশেষে বাবার আদর্শে জীবন গড়তে পেরে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি সন্তানের মুখে। নিজ সন্তানকেও মানুষ করতে চান বাবার মত করেই।
সন্তানের প্রতিটি দিন কাটুক বাবার শাসন আর পরম আদরে। পৃথিবীর সব বাবারা বেঁচে থাকুক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায়।
মন্তব্য করুন