
		করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর, সিলেটে বাড়তি সতর্কতামূলক প্রস্তুতি নেয়া হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশনের পাশাপাশি, করোনা মোকাবেলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনার ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিনে রাখা হয়েছে চিকিৎসার ব্যবস্থা।
করোনার নতুন ভ্যারিয়েস্ট ছড়িয়ে পড়ার পর সতকর্তা হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। এর সঙ্গে রাখা হয়েছে আইসোলেশন সেন্টারও।
এছাড়া রেলস্টেশনে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম।
২০২০ সালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারো করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দীন হাসপাতালে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালটিতে ১৬টি আইসিইউসহ নারী ও পুরুষদের জন্য ৪০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।
এদিকে জেলার সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা প্রতিরোধে আলাদা ফ্লু কর্নার চালু করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির জানালেন, যে কোন কোভিড রোগীকে চিকিৎসার দেয়ার সক্ষমতা রয়েছে তাদের।
সিলেটে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোন সময় পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন