
		ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছে আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী। সোমবার (১৬ জুন) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার নামের এই শিক্ষার্থী আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানায়, তার প্রাইভেট শিক্ষক মোহনা ইসলামের সঙ্গে সাঁতার শিখতে ইডেন কলেজের পুকুরে নামে। এ সময় সিঁড়ি থেকে পা পিছলে সানজিদা পুকুরে গভীর পানিতে তলিয়ে যায়। মোহনার চিৎকারে কলেজের স্টাফসহ অন্য শিক্ষার্থীরা সানজিদাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইডেনের ফিনান্স বিভাগের ছাত্রী মোহনা ইসলাম জানান, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার থানার চম্পাতলী। সে মোহনাবাসায় গিয়ে তাকে প্রাইভেট পড়াতেন। সকালে তারা ফোনে যোগাযোগ করে একসাথে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন।
পরিকল্পনা অনুযায়ী তারা সকালে ইডেন কলেজের ভিতর ঢুকে দুজনই পুকুরে নামেন।এর পরই এই দূর্ঘটনা ঘটে। বিকেলে ময়নাতদন্তের পর সানজিদার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ।
মন্তব্য করুন