
		ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকির মুখে নদীপাড়ের বাড়িঘর, কলেজ ও সেতুসহ বহু স্থাপনা। প্রকাশ্যে বালু তোলা হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
গ্রীষ্মের খরতাপে শুকিয়ে গেছে নদী। এখন পাম্প বসিয়ে পানি দিয়ে মাটি আলগা করে ড্রেজারের মাধ্যমে তোলা হচ্ছে বালু। এই দৃশ্য ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বংশী নদীর। অভিযোগ উঠেছে যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা অবৈধভাবে বালু উত্তোলন করছেন নদী থেকে। পাশের একটি সড়ক নির্মাণের কাজে ব্যবহার হচ্ছে এই বালু। বাধা দিলে দেয়া হচ্ছে হুমকি ধামকি। এতে হুমকির মুখে নদীপাড়ের ফসলি জমি ও বাড়িঘর। এভাবে বালু উত্তোলন করায় বর্ষা মৌসুমে স্থাপনাগুলো বিলীন হতে পারে নদীতে। স্থানীয়দের দাবি এখনই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার।
তবে অভিযুক্ত বিএনপি নেতা হাবিবুর রহমান বাদশার দাবি প্রশাসনের অনুমতি নিয়েই বালু তুলছেন তিনি। তবে ধামরাই উপজেলা সহকারী প্রকৌশলী সেলিম হোসেন বললেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। অনুমতি দেয়া হয়নি ভূমি অফিস থেকেও।
উপজেলা প্রশাসনের অনুমতি রয়েছে কিনা জানার চেষ্টা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের আশা প্রশাসন দ্রুতই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।
মন্তব্য করুন