
		কিশোরগঞ্জে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছে বিক্রেতারা। ক্রেতা না থাকায় দাম নেমেছে অর্ধেকে। মৌসুমী বিক্রেতারা বলছেন, বাজারে পাইকারি ক্রেতা না আসায় ধস নেমেছে বেচাকেনায়।
প্রখর রোদে চামড়ার বিশাল স্তুপ নিয়ে ক্রেতার অপেক্ষায় শত শত বিক্রেতা। ক্রেতার দেখা নেই। বিক্রেতাদের চোখে-মুখে হতাশা। কিশোরগঞ্জ শহরের সবেচেয়ে বড় কোরবানির পশুর চামড়ার হাট বড়বাজারের মোরগমহালের দৃশ্য এটি।সরকার নির্ধারিত মূল্যে চামড়া না কেনার অভিযোগ ট্যানারি মালিকদের বিরুদ্ধে।
ব্যবসায়িরা জানিয়েছে, ৬’শ থেকে ৭’শ টাকায় তারা প্রতি পিস গরুর চামড়া কেনেন। লবণ দেয়ার পর প্রতিটি খরচ পড়ে ৮’শ থেকে ৯’শ টাকা। অথচ বাজারে দাম উঠেছে ৫’শ থেকে ৬’শ টাকা। হাটের ইজারাদার জানান, বেচাকেনা না হওয়ায় লোকসানের মুখে গড়তে হচ্ছে বিক্রেতাদের। কিশোরগঞ্জের বড়বাজার পশুর হাটে প্রতি মওসুমে ৫ থেকে ৬ কোটি টাকার চামড়া কেনা-বেচা হয়।
মন্তব্য করুন