
		জুলাই-আগষ্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে, জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ। ছাত্র-জনতার গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার তরান্বিত করতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ৮মে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে চেয়ারম্যান ও দুই সদস্যকে সংবর্ধনা দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনালের মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে যাতে কোনো প্রশ্ন না ওঠে তা নিশ্চিত করা হবে। এসময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলাগুলো এখন দুই ট্রাইব্যুনালে পরিচালনা করা হবে। এদিকে, জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উলে¬খ করা হয় বিজ্ঞপ্তিতে।
মন্তব্য করুন