
		মেয়র ব্যানারে আজও দক্ষিণ সিটি করপোরেশনের সচিবদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন আসিফ মাহমুদ। তিনি শপথ ভঙ্গ করেছেন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন ইশরাক। শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও মঙ্গলবারও নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়র ব্যানার লিখে সোমবার থেকে ধারাবাহিকভাবে এই বৈঠক শুরু করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইশরাক। আদালতের রায়ে নিজেকে বৈধ মেয়র দাবি করে সিটি করপোরেশনের জরুরী সেবা চালু রাখতে ধারাবাহিকভাবে বৈঠক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শপথের ব্যবস্থা না করলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন ইশরাক। এসময় স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা চালাচ্ছেন অভিযোগ করে ইশরাক বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন।
মন্তব্য করুন