
		ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইঊনূস। মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাত করতে গেলে একথা জানান তিনি। এসময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোটদানের সুযোগ পাবে। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কার। যা একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে। একইসাথে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় তাদের সাক্ষাতে।
মন্তব্য করুন