
		দেশের বিচিত্র এক জনপদ নেত্রকোণা। পাহাড়, সবুজ আর হাওড়ে ঘেরা এই জনপদ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থান গাগলাজুর হাওড়ের। স্থানীয়দের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটনকেন্দ্র।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়ন। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ডিঙ্গাপোতা হাওড়। যা পূর্ব-পশ্চিমে ১২ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে চর হাজদিয়া বাঁধ , গাগলাজুর বেড়িবাঁধ, ডিঙ্গাপোতার হাওড়, এই হাওড় দিয়ে যেতে চোখে পড়বে হিজল গাছের সৌন্দর্য।
বর্ষায় এ হাওড়ের ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে। স্থানীয়রা জানান এমন মনলোভা সৌন্দর্যের কথা অনেক পর্যটকের কাছেই অজানা। বর্ষা এবং শুকনো মৌসুমে চলাচলের জন্য একমাত্র সড়কটি উঁচু করে নির্মাণ করলে সারা বছরই পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন তারা।
নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, রাস্তাটির কাজ শেষ হলে পর্যটকদের জন্য অঞ্চলটি হতে পারে জন্য আকর্ষণীয় স্থান। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গাগলাজুর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে বলে দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন