মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

করতোয়া নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:২০ পিএম

পঞ্চগড়ের করতোয়া নদীর উপর নির্মিত ছোট একটি সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারও যানবাহন। ঢাকা থেকে বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়কে গুরুত্বপূর্ণ এই সেতুটি ছোট হওয়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সেই সাথে সংস্কারের অভাবে পুরোনো এই সেতুটি দিয়ে চলাচলে ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প সেতু ও সড়ক নির্মাণের দাবি স্থানীয়দেরর। অনুমোদন পেলে বিকল্প সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

পঞ্চগড় জেলা শহরের প্রবেশদ্বারে করতোয়া নদীর ওপর ১৯৮৮ সালে নির্মিত হয় এই সেতুটি। পঞ্চগড় শহরসহ বাংলাবান্ধ স্থলবন্দরে যাওয়ার রাস্তাও এটি। ফলে মাত্র আড়াইশ’ মিটার দীর্ঘ এই সেতুটি দিয়ে অধিক যান চলাচলে নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের।

এছাড়া, পানির স্রোত, বালি-পাথর উত্তোলনসহ নানা কারণে পুরোনো এই সেতুটির পাইল সম্প্রতি উন্মুক্ত হয়ে পড়ে। পরীক্ষা শেষে সেতুটির পাইল জ্যাকেটিং এর কাজ করার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ। যা বর্তমানে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু ও সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর।

এদিকে, সওজের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ জানালেন ২য় করতোয়া সেতুর নকশা করা হয়েছে। অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। পঞ্চগড় জেলার উপর দিয়ে তেতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে যাত্রী যাতায়াতসহ মালামাল আনা নেয়া করা হয়। তাই দ্রুত সময়ের মধ্যে বিকল্প সেতু বাস্তবায়নের দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান