
		সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ককটেলের ব্যবহার। স্থানীয়ভাবে তৈরি এসব ককটেল কিশোর গ্যাংয়ের হাতে চলে যাচ্ছে। এতে আতংক রয়েছে এলাকাবাসী। সম্প্রতি ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে এসব বিস্ফোরকের কাঁচামাল।
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ককটেলের ব্যবহার। গেল ২৪ এপ্রিল জেলার শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল আর ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে বিজিবি। এতে আতংক বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
সম্প্রতি শহরের উপকণ্ঠে বারঘরিয়া বাজারে ঘটে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আহত হয় বেশ কয়েকজন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার চরাঞ্চলগুলোত প্রায় ঘটে সংঘর্ষ। এতে ককটেলের ব্যবহার হয় বেশি।
সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবেশী দেশ থেকে সহজেই মিলছে বিস্ফোরকের কাঁচামাল। প্রতিপক্ষকে ঘায়েল করতে জনপ্রতিনিধিরা কিশোর গ্যাংয়ের হাতের তুলে দিচ্ছে এসব ককটেল।
সম্প্রতি ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা বিপুল পরিমাণ বিস্ফোরক আটকের কথা জানিয়েছেন মহানন্দা ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ।
সীমান্তবর্তী জেলা হওয়ায় দুর্বৃত্তরা সহজেই বিস্ফোরকের কাঁচামাল পেয়ে যাচ্ছে বলে জানালেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম।
এ ব্যাপারে স্থানীয়দের সচেতন হবার আহবান জানান আইনশৃঙ্খলাবাহিনী।
মন্তব্য করুন