
		নানা সংকটে দেশের অন্যতম প্রাচীন রেল জংশন সান্তাহার। জরাজীর্ণ অবকাঠামো আর অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে স্টেশনটির সেবা কার্যক্রম। এতে কাঙ্খিত রাজস্ব হারাচ্ছে সরকার। জংশনটির আধুনিকায়ন ও টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। বগুড়ার আদমদীঘিতে দেশের ঐতিহ্যবাহী সান্তাহার রেলওয়ে জংশন। প্রতিদিন পাঁচটি প্ল্যাটফর্মে যাত্রীবাহী ৪৪টি আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে। দিনে ও রাতে হাজারো যাত্রীর আনাগোনা থাকে এখানে। জংশনটি অতীত ঐতিহ্য ধরে রাখলেও আধুনিকায়নে নেই কোনো উদ্যোগ।
ব্রিটিশ আমলের এই স্টেশনের অবকাঠামোয় লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। যাত্রীদের বিশ্রামের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। শৌচাগারের ব্যবস্থা না থাকায় যাত্রীদের স্টেশনের বাইরে গণশৌচাগারে যেতে হয়। স্টেশনে নেই নিরাপত্তাপ্রাচীর। এতে পকেটমার, ছিনতাইকারী, মাদক কারবারিদের অবাধ বিচরণ চলে। অরক্ষিত এই স্টেশনে বিনা টিকিটের যাত্রীদেরও শনাক্ত করা সম্ভব হয় না।
বছরের পর বছর খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার রেল সরঞ্জাম পড়ে থাকলেও, নেই সংরক্ষণের উদ্যোগ। জংশনটি আধুনিয়কায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্টেশন মাস্টার।
মন্তব্য করুন