মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট চূড়ান্ত করা হয়।

চলতি বছরের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এবার সংসদ ছাড়াই বাজেট প্রক্রিয়া সম্পন্ন হলো। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত ২ জুন বাজেট উপস্থাপন করেন, যা বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

বাজেট নিয়ে মতামত নিতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি প্ল্যাটফর্ম চালু করা হয়। ১৯ জুন পর্যন্ত চলে নাগরিক মতামত সংগ্রহ। পরে সেই মতামতের ভিত্তিতে কিছু সংযোজন-বিয়োজন করে বাজেটের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।

আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটের সেই খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন পায়। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে বাজেট কার্যকর হবে। আগামী ১ জুলাই থেকে এই বাজেট বাস্তবায়নের কথা রয়েছে। এ লক্ষ্যে আজই বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক–কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করা হবে।

এর আগে নির্বাচিত সংসদের অধীনে বাজেট জাতীয় সংসদে উপস্থাপন ও মাসব্যাপী আলোচনা শেষে পাস করা হতো। এবার সংসদ না থাকায় সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তবে সরকার বিকল্প উপায়ে জনমত গ্রহণ করে বাজেটকে জনমুখী রাখার চেষ্টা করেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান