
		দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন প্রাণ হারিয়েছেন। যা এ বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। আর নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
মন্তব্য করুন