
		২৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের অভাবে রাঙ্গামাটি শহরের সাথে যুক্ত হতে পারছে না লংগদু ও বাঘাইছড়ি উপজেলা। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় সুবিধা বঞ্চিত পাহাড়ি জনপদের মানুষ। সড়কটি নির্মাণ হলে পাহাড়ের অর্থনীতি বদলে যাওয়ার পাশাপাশি সহজ হবে রাঙামাটি থেকে সাজেকে পর্যটক চলাচলে।
ষাটের দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর রাঙামাটি সদরের সাথে বন্ধ হয়ে যায় বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ। চলাচলের জন্য লঞ্চই তাদের একমাত্র ভরসা। সড়ক পথে জেলা সদরে যেতে হলে প্রায় ১৫০ কিলোমিটার ঘুরে যেতে হয়।
অথচ নানিয়ারচর থেকে ২৪ কিলোমিটারের একটি সড়কই বদলে দিতে পারে এই দুই উপজেলাবাসীর জীবনযাত্রা। ইতিমধ্যে চেঙ্গি নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও, হয়নি সড়ক।
সড়কটি নির্মাণ করা হলে কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে বলে জানালেন স্থানীয় জন প্রতিনিধি সুপন চাকমা।
তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানালেন, সড়কটি নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
দুই উপজেলার মানুষের ভোগান্তি নিরসনে সড়কটি নির্মাণের উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সবার।
মন্তব্য করুন