
		জীবনে সীমিত সুযোগের আক্ষেপ না রেখে বরং সুযোগের দরজা নিজেদেরই খুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। গৎবাধা জীবন থেকে বাইরে বের হয়ে সৃজনশীল হতে শেখায় স্কাউটস, এমন মন্তব্য করে স্কাউটসদের সেই সুযোগগুলো কাজে লাগিয়ে ভবিষ্যতের দুয়ার উন্মোচনের আহ্বান জানান তিনি। সোমবার (২৩শে জুন) সকালে উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসদের এক অনুষ্ঠানে এসব বলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের তেজগাঁওয়ের এই কার্যালয়ের শাপলায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস’র শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ ও কাব কার্নিভাল-এর উদ্বোধনী ঘোষণার এই আয়োজন। আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। স্কাউটসের জন্য বিশেষ এই দিনে, জুলাই বিপÍবে নিহত আটজন স্কাউটসকে সাহসিকতার স্বীকৃতি স্বরুপ দেয়া গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডর্ দেয়া হয়। প্রধান উপদেষ্টার হাত থেকে শহীদের পরিবারের সদস্যরা এ স্বীকৃতি নেন। পরে একেএকে তরুণ শিক্ষার্থীর হাতে শাপলা কাব এওয়ার্ড তুলে দেন অধ্যাপক ইউনূস। একই সাথে সোমবার দেশের পাঁচশ ৮৭টি স্থানে এক যোগে অনুষ্ঠিত কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী এই বক্তব্যে প্রধান উপদেষ্টা তার শৈশবের স্কাউটসের জীবনের স্মৃতিচারণ করেন। বলেন শিক্ষার্থীদের নতুন কিছু করার সুযোগ দেয় স্কাউটস। তরুণদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, তাদের জীবনের জন্য যা প্রয়োজন তার জন্য অন্যের জন্য অন্যে অপেক্ষা না বরং নিজেদেরই ব্যবস্থা করতে হবে। একই সাথে স্কাউটসের সুযোগ কাজে লাগিয়ে ভষিষ্যতের উপযোগী বিশ^ গড়ে তোলার আহ্বান তার।
মন্তব্য করুন