
		সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে ‘মব’ সৃষ্টি করে হামলার নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৩শে জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, ‘মবের’র বিষয়ে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় শব্দ দূষণের বিষয়ে নীতিমালা বদলে পুলিশকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।
মন্তব্য করুন