মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফেনীতে যত্রতত্র অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:১৩ এএম

ফেনীতে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং ও তীব্র যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। পর্যাপ্ত গাড়ী পার্কিং ব্যবস্থা না থাকায়, আঞ্চলিক সড়ক ও মহাড়কের পাশেই প্রতিনিয়ত গাড়ি পার্কিং করছেন চালকেরা। মাঝে মাঝে প্রশাসন এসব অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও, তেমন কোন প্রতিকার মিলছেনা। তবে প্রশাসন বলছে যানজট নিরসনে কাজ চলমান রয়েছে।

আশপাশের জেলাসহ প্রতিদিন হাজার হাজার লোকজনের সমাগম হয় বানিজ্যিক শহর ফেনীতে। সম্প্রতি ফেনী শহরের সড়কগুলোতে বেপরোয়া যানবাহন চলাচল বেড়েছে কয়েকগুন। পাশাপাশি অবৈধ পার্কিং এর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা।

এদিকে, মাঝে মাঝেই প্রশাসন অভিযান পরিচালনা করছে। স্থানীয়রা বলছে এতেও মিলছেনা কোন প্রতিকার। সড়কের ডিভাইডারের পাশে গাড়ি পার্কিং এর কারণে, নিয়মিত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পথচারীদের দাবি অবৈধ পার্কিং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে শহরের শৃঙ্খলা ফিরে আসবে।

শহরের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করা হবে বলে জানিয়েছে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান।

ফেনী পৌরসভার প্রশাসক জানান আবদুল বাতেন, ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে, পাশাপাশি সকল দপ্তরকে এক সাথে নিয়ে যানজট নিরসনে কাজও চলমান আছে

সড়ক-মহাসড়কে প্রশাসনের নজরদারী বৃদ্ধিসহ নিয়মিত অভিযান পরিচালনা করতে পারলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান