
		শুকিয়ে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সব কটি ছড়া। পানি নেই কৃত্রিম জলাধারাতেও। এতে পানি সংকটে ভুগছে বন্যপ্রাণীরা। পানি ও খাদ্যের অভাবে লোকালয়ে চলে যাচ্ছে এসব প্রণী। বন্যপ্রাণী রক্ষায় পরিকল্পিত জলাধার খননের দাবি সংশ্লিষ্টদের।
দেশের অন্যতম রেইনফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এক হাজার ২৫০ হেক্টর জায়গাজুড়ে এই উদ্যানে ২৪৬ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। এক যুগ পূর্বে লাউয়াছড়ায় ঘন বনজঙ্গল থাকলেও বর্তমানে নানা কারণে বন ফাঁকা হয়ে গেছে।
সংরক্ষিত এই বনাঞ্চলে রয়েছে লাউয়াছড়া, জানকীছড়াসহ একাধিক ছড়া। প্রতিবছরের মত এবারও শুকিয়ে গেছে সব কটি ছড়া। এতে পানি সংকটে ভুগছে বন্যপ্রাণীরা। পানি ও খাদ্যের অভাবে চলে যাচ্ছে লোকালয়ে।
মানুষের সংস্পর্শে এসে এসব পশু-পাখি জীবজন্তুর জীবন সংকটে পড়ে যায় বলে জানান স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার ওয়াইল্ড লাইফ কর্মকর্তা সুহেল শ্যাম।
বন্যপ্রাণী রক্ষায় পরিকল্পিত জলাধার খনন ও পশু খাদ্যের গাছ রোপন করা জরুরী বলে জানান সংশ্লিষ্টরা।
বন বিভাগ জানায়, বনাঞ্চলে জলাধার খননের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
মন্তব্য করুন