
		আদালতে উপস্থিত না হলে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। চিঠি দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা বন্ধের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি । আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই চিঠিতে টিউলিপ ব্রিটেনকে খাটো করেছে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ দুদক যখন নানা আইনি পদক্ষেপ নিচ্ছে তখন দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুদকের চেয়ারম্যান আবদুল মোমেন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দেশের আদালতে এসেই আইনের মোকাবিলা করতে হবে তাকে। টিউলিপ সিদ্দিকসহ দুদকের মামলায় বিদেশের পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলসহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান চেয়ারম্যান।
মন্তব্য করুন