
		বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ, দীর্ঘ ২৮ বছর ১১ মাস ৬ দিন চাকুরীর পর ২০০৪ সালের ৬ মে গ্র“প ক্যাপ্টেন থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। জানাজার আগে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মরহুমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ।
মন্তব্য করুন