
		ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ হবে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। ৩৬ দিন ব্যাপী জুলাই স্মৃতি উদযাপনে এক জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপসনালয়ে শহিদদের স্মরণে দোয়া প্রার্থনা হবে। একই সঙ্গে খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষরসহ নানা কর্মসূচি পালনকরা হবে। এরআগে মাস ব্যাপী কর্মসূচির কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, মূল কর্মসূচি শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
মন্তব্য করুন