
		৪ দশকেও কাঙ্খিত উন্নয়ন হয়নি বরিশাল সদর উপজেলার। সব থেকে বেহাল দশা সড়কগুলোর। হাতে গোনা দু-চারটি সড়ক ছাড়া বাকি সবই পরিণত হয়েছে মরণ ফাঁদে। এর উপর নাজুক ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা ব্রিজ আর কালভাট। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাভিশ্বাস ওঠে উপজেলার বাসীন্দাদের। তবে, এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
১০ ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল সদর উপজেলা। যার মোট আয়তন প্রায় ২৫৬ কিলোমিটার। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ১ হাজার ২শ’ ৬৮ কিলোমিটার সড়কের প্রায় ৭শ’ ৮০ কিলোমিটার সড়ক এখন মাটির রাস্তা। আর কার্পেটিং ও ইটের হেরিংবোনসহ কাগজে কলমে ৫০০ কিলোমিটার রাস্তা পাকা।
দীর্ঘদিন সংস্কারে না হওয়ায়, এসব রাস্তার বেশিরভাগই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন অনেক সড়ক রয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটিই ওই এলাকায় যাতায়াতের প্রধান সড়ক। খানাখন্দে ভরা রাস্তা মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমের জলাবদ্ধতাতো রয়েছেই।
সড়ক মেরামতে সরকারের বরাদ্দ কম থাকায় প্রয়োজন অনুযায়ী সংস্কার হয় না। তবে একটি বড় প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার প্রায় ৩‘শ কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ। খানাখন্দে ভরা সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দ্রুত সময়ের মধ্যে সড়কগুলোকে ব্যবহার উপযোগী করার দাবি ভুক্তভোগীদের।
মন্তব্য করুন