
		কক্সবাজারের চকরিয়ার খালকাচা খালে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষায় নৌকাই তাদের ভরসা। বৈরি আবহাওয়ায় বিপজ্জনক হয়ে ওঠে যাতায়াত ব্যবস্থা। এই খালের ওপর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
কক্সবাজারের চকরিয়ার এই খালটির দৈর্ঘ্য ৭ কিলোমিটার। খালকাচা পাড়া, আশরাফ নগরসহ ১০ গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা খালের ওপর বাঁশের সাঁকো। সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ঝড়-বৃষ্টিতে পারাপার বিপজ্জনক হয়ে ওঠে। এতে বেশি দুর্ভোগে শিক্ষার্থীরা।
সাঁকোটির জায়গায় দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান। বর্ষার আগেই এই খালে সেতু নির্মাণের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন