
		করোনার উপসর্গ দেখা দিলেও পরীক্ষার কোন ব্যবস্থা নেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। অনেক রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও মিলছে না কাঙ্খিত সেবা। এতে করে রোগীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমন। আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। তবে এখনো চিকিৎসার তৎপরতা বা প্রস্তুতি নেই ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার যে কর্ণারটি স্থাপন করা হয়েছিল সেটিও এখন নেই। তবে শনাক্তকরনে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পেলেও এখনো বাস্তবায়ন হয়নি। মেশিন না আসায় কার্যক্রম শুরু করতে পারেননি চিকিৎসকরা।
২০২০ সালে করোনা ভাইরাস শনাক্ত করতে হবিগঞ্জ সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হযনি। সচেতন মহলের দাবী ব্যাপক হারে বৃদ্ধি পাওযার আগে যেন হবিগঞ্জ সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়।
করোনা উপসর্গ সর্দি, জ্বর , কাশি নিয়ে রোগীরা হাসপাতালে আসলেও পরীক্ষার অভাবে মিলছে না সেবা। চিকিৎসা না পেয়ে অনেকে রোগী সিলেট ও ঢাকার হাসপাতালে যাচ্ছেন।
প্রয়োজনীয় চাহিদাপত্র তৈরী করে প্রেরণ করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কীটসহ অন্যান্য সরঞ্জাম এলেই পরীক্ষা শুরু করার আশ্বাস ওই কর্মকর্তার।
মন্তব্য করুন