মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হালকা বাতাসেই ঝালকাঠিতে বিদ্যুৎ সংযোগ চলে যায় 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৫৪ এএম

একটু বাতাসেই থেমে যায় বিদ্যুৎ সংযোগ। আবার তারের পাশের গাছ-পালা কাটা কিংবা মেরামতের নামে দিনভর থাকে সংযোগ বিচ্ছিন্ন। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ খাম্বা কিংবা বিদ্যুৎ লাইনসহ পদে পদে অব্যবস্থাপনা ঝালকাঠি ওজোপাডিকোর সরবরাহ ব্যবস্থায়। এমন দুর্ভোগ থেকে মুক্তি চান স্থানীয়রা।

বিদ্যুৎ লাইনে ত্র“টি’,ঝালকাঠি শহরের গ্রাহকদের কাছে অতি পরিচিত একটি ঘটনা। ঝড় বৃষ্টি হলে এই সমস্য যেন আরও বাড়ে। ঝড়ো বাতাস বা বৃষ্টি হলেই রাস্তার পাশে থাকা গাছের ডাল ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাইনের তারের উপর। এতে তার ছিড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না পুরো ঝালকাঠি শহরে। এতে চরম দুভোর্গ পোহাতে হয় শহরবাসীকে।

এলাকাবাসীর অভিযোগ, তারের পাশের গাছ-পালা কাটা কিংবা মেরামতের নামে অনেক সময় সকাল-সন্ধ্যায় বিদ্যুৎ থাকে না।

ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বিদ্যুৎ লাইনটির অনেক জায়গা গাছপালায় ঢাকা। বন বিভাগের বাধার কারণে গাছ বা ডাল ঠিক ভাবে কাটতে পারেন না। যার কারনে এ লাইনে কোন সমস্যা হলে সেটা খুঁজে বের করতে সময় লাগছে।

তবে প্রক্রিয়াধীন থাকা ১৩২ কেভি ন্যাশনাল গ্রিড উপকেন্দ্র চালু হলে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হবে বলে জানান ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান। ঝালকাঠি শহর ও শহরতলী মিলিয়ে ওজোপাডিকোর ২৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান