মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস আজ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৫৮ এএম

আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস আজ। ১৯৯২ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের আলোচনার মধ্য দিয়ে তিনবিঘা করিডোর খুলে দেয়া হয়। যাতে দহগ্রাম-আঙ্গরপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। ফলে সেদিন থেকে এ দিনটিকে মুক্তদিবস হিসেবে পালন করে আসছে দহগ্রাম-আঙ্গরপোতার মানুষ।

স্বাধীনতার পর এক সময় দীর্ঘ ২১ বছর অবরুদ্ধ ছিলো দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের ১৪ হাজার মানুষ। মূল ভূখণ্ড বাংলাদেশে যাতাযাতের কোন পথ ছিল না তাদের। মৌলিক অধিকার বঞ্চিত এসব মানুষের মানবেতর জীবন কাটছিলো। তাদের দুর্দশা লাঘরে সেসময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের মধ্যে আলোচনায় তিনবিঘা করিডোর খুলে দেয়া হয়।

১৯৯২ সালের ২৬ জুন ভারতীয় ভূখণ্ডের ১৭৮মিটার প্রস্থ আর ৮৫ মিটার দৈর্ঘ্যের তিনবিঘা করিডোরে নির্মিত ফটক দিয়ে নিজ দেশের ভূখণ্ডে যাতায়াতের সুযোগ পায় দহগ্রাম আঙ্গোরপোতার মানুষ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দহগ্রাম আঙ্গোরপোতার মানুষ যুক্ত হয় দেশের সঙ্গে। ফলে দীর্ঘ অবরুদ্ধ জীবনের অবসান হয় এ ছিটমহলের মানুষের।

তবে বর্তমানে করিডোর ফটক স্বাভাবিকভাবে চলাচল করলেও বিজিবি-বিএসএফর নজরদারী, নিষেধাজ্ঞা, করিডোরের ভূগভর্স্থ দিয়ে বিটিসিএল’র সংযোগ ক্যাবল স্থাপনে চলছে বাধা। এছাড়া সীমান্ত আইন লঙ্ঘন করে কৃষি জমিতে চাষাবাদে বিএসএফের বাধা আর অবৈধ অনুপ্রবেশের কারণে আতঙ্কে থাকে স্থানীয় বাসিন্দারা।

এদিকে তিস্তা নদীর ভাঙনের ফলে ছোট হয়ে আসছে দহগ্রামের আয়তন। কমে যাচ্ছে কৃষিজমি। আছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় নানা সংকট। নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোসহ সীমান্তে আরও নিরাপত্তা চান দহগ্রাম-আঙ্গরপোতার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান