
		ঝিনাইদহের কোঁটচাদপুর উপজেলার বলরামপুর গ্রামের সকালের হাট যেন হঠাৎ রূপ নেয় ছোটখাটো মেলা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। আকাশে উড়ছে জেলার কোটচাঁদপুরের স্কুল শিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কনের তৈরি প্লেন। যা দেখে খুশি সহপাঠী ও প্রতিবেশীরা। এইদিকে প্লেনটি সফলভাবে আকাশে উড়িয়ে প্রশংসায় ভাসছেন অঙ্কন। সরকারি সহায়তা পেলে ভালো কিছু করা সম্ভব বলে জানায় সে।
নাম তার সাকিব আল হাসান অঙ্কন। বয়স মাত্র ১৬ বছর। ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছেন। যাকে বন্ধুরা, শিক্ষকরা চেনে ‘অঙ্কন’ নামে। অঙ্কনের চোখে স্বপ ছিল আকাশে ওড়ার। তাইতো নিজের হাতে বানিয়ে ফেলেছে উড়ার বাহন। প্রথমে সে বানিয়েছিল ড্রোন।
ড্রোনের পর এবার সে তৈরি করেছেন প্লেন। অঙ্কন বলেন, ছোট বেলা থেকেই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে তার ভাল লাগত। আর সে থেকে ইউটিউবে ড্রোন দেখে ২০২৪ সালে দুইটি ড্রোন তৈরি করে সে। এরপর সেই ড্রোন আকাশে উড়িয়ে সফল পান তিনি। সর্বশেষ এসএসসি পরীক্ষা শেষে একটি প্লেন তৈরি করে। যা ইতোমধ্যে গ্রামের স্কুল মাঠের আকাশে উড়ানো হয়। সরকারি সহায়তা পেলে আরও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন অঙ্কন।
ছেলের এমন সাফল্যে খুশি অঙ্কনের বাবা- মা ও এলাকাবাসি। অঙ্কনের এমন উদ্ভাবন নতুন প্রজন্মের জন্য আশার আলো বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম ।
মন্তব্য করুন